Skip to content
Free delivery in Gazipur city area Check
Care Instructions
কিছু সাধারণ নিয়ম মেনে চলুন । আপনার শখের টিশার্ট টি অনেক দিন ভালো থাকবে।
- ডিটারজেন্টে ১৫ মিনিট এর বেশি ভিজিয়ে রাখবেন না।
- কাপড় ধোয়ার জন্য গরম পানি ব্যবহার করবেন না।
- ধোয়ার সময় ব্রাশ দিয়ে ঘষবেন না। বিশেষ করে প্রিন্টের উপড়।
- টিশার্ট ধুয়ে উল্টো ভাবে শুকাতে দিন (ভেতরের অংশ বাহিরে এবং বাহিরের অংশ ভেতরে)
- কাপড় সরাসরি রোদে শুকাতে দিবেন না। সূর্যের অতি বেগুনি রশ্মির কারণে কাপরের রঙের স্থায়িত্ব কমে যাবে।
- প্রিন্টের উপরে সরাসরি আয়রন করবেন না।